বালুরঘাটে মেডিকেল কলেজ করার দাবি বিবেচনার নির্দেশ হাইকোর্টের,আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ
বেঙ্গল মিরর,কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ করার দাবি বহুদিন ধরেই ছিল উত্তরবঙ্গের মানুষের। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রয়োজনে ৬ সপ্তাহের মধ্যে মেডিক্যাল কলেজের নির্মাণকাজ শুরু করতে রাজ্যের স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিশ্বজিৎ প্রামাণিক নামে এক ব্যক্তি। তার আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী জানান, জেলা সদরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে কয়েক মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।



তবে জেলায় একটি মেডিকেল কলেজ চালু হলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষ উপকৃত হবেন। আগামী প্রজন্মও উপকৃত হবে। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে শুনানি করেন। আবেদনের শুনানির পর, বেঞ্চ নির্দেশ দেয় যে স্বাস্থ্য সচিব আবেদনকারীর আবেদনটি দেখবেন। মেডিক্যাল কলেজ গড়ার দাবি ন্যায্য হলে আগামী ৬ সপ্তাহের মধ্যে মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু করতে হবে রাজ্যের স্বাস্থ্য দফতরকে। এখন ফেব্রুয়ারী মাস। তাই আগামী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ।