ASANSOL

হিরো জুম স্কুটার লঞ্চ করা হল আসানসোলের অভিক মোটরস শোরুমে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : মঙ্গলবার বিকেলে আসানসোলের ঊষাগ্রামে জিটি রোডে অবস্থিত হিরো মোটো কর্প শোরুম অভিক মোটরস-এ হিরো জুম স্কুটার লঞ্চ করা হয়।ওই স্কুটি লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল মিতা রায়, প্রধান অতিথি গৌরব রায়, অভিক মোটরস এর কর্নধার শমীক পাল, শুভ্রা পাল, রোটারি ক্লাব অব আসানসোল রয়েল বেঙ্গল এর সভাপতি উজ্জ্বল রায় প্রমুখ।

অভিক মোটরস এর কর্নধার শমীক পাল জানিয়েছেন, অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই স্কুটি লঞ্চ করা হয়েছে। যার শুরুর দাম প্রায় ৭৬ হাজার টাকা। টপ মডেল দাম প্রায় ৯০ হাজার টাকা। মোট ৫ টি রঙে আপাতত: পাওয়া যাবে এই স্কুটি। বিশেষ করে তরুণ প্রজন্মের পছন্দ হবে এই স্কুটি। এর একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন ক্ষমতা ১১০ সিসি, বেশি মাইলেজ, এলইডি ডিআরএল , এলইডি টেল ল্যাম্প চওড়া সিট, মোবাইল চার্জার, আন্ডার সিট বুট ল্যাম্প, সেগমেন্ট এ প্রথম দুই দিকে চাকার পাশে কর্নার লাইট, ১২ মিমি চাকা, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে।

Leave a Reply