BARABANI-SALANPUR-CHITTARANJAN

চলন্ত বাইক থেকে পড়ে মহিলার মৃত্যু

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চলন্ত মোটর বাইক থেকে ছিটকে পড়ে মারা গেল এক মহিলা। মৃত মহিলাকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা
হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনা বৃহস্পতিবারদুপুর সাড়ে তিনটা নাগাদ দেন্দুয়া পঞ্চায়েতের নাকড়াজড়িয়ায় ঘটে ।


ঘটনার সম্পর্কে জানাজায় নির্ষার বাসিন্দা জয়শ্রী দাস তার পুত্র রণক কুমার লাল এর সাথে বাইকে চেপে নির্ষায় বিএড পরীক্ষা দিয়ে চিত্তরঞ্জন এর সিমজুড়ি এলাকায় একজন আত্মীয়ের বাড়ি যাচ্ছিল মৃতদেহ দেখতে আর সেই সময়েই সালানপুর থানার ন্যাকড়া জড়িয়ার কাছে ছেলের বাইক থেকে পড়ে গিয়েই মাথার পেছনে গুরুতর চোট লাগে এরপরে তরিঘরি ঐ মহিলাকে পিঠাকেয়ারি হাসপাতালে আনা হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে মৃত মহিলার স্বামী বিজয় দাস আসেন এই খবরে গোটা পরিবার শোকাহত ।

Leave a Reply