ASANSOL

বকেয়া ডিএর দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট, সফল করতে আসানসোলে মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বকেয়া ডিএর দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ মার্চ শুক্রবার সেই ধর্মঘটকে সফল করতে বৃহস্পতিবার বিকেলে আসানসোল শহরে একটি মিছিল করা হয়। জিটি রোডের গীর্জা মোড় থেকে শুরু হওয়া সেই মিছিল আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত যায়।
সেই মিছিল যৌথ মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শাখা, ১২ জুলাই কমিটি পশ্চিম বর্ধমান জেলা শাখা, অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা শাখা, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা শাখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখা, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখা ও ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন অফ ইন্ডিয়ার শাখার সদস্যরা ছিলেন।


এদিনের মিছিল প্রসঙ্গে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অমিতদ্যুতি ঘোষ বলেন, মুলতঃ তিনটি দাবিতে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা শুক্রবারের ধর্মঘটের সমর্থনে ও তাকে সফল করতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। সবাই এই মিছিলে যোগ দিয়েছেন। তারা শুক্রবারের ধর্মঘটেও সামিল হবেন।
এদিনের মিছিলে অন্যদের মধ্যে নেতৃত্বে ছিলেন তরুণ মুখোপাধ্যায় , মধুমিতা রায়, উদয় ঘোষ, প্রদীপ মন্ডল, চন্দন বন্দোপাধ্যায়, কিংশুক মুখোপাধ্যায় , অরুণ পাণ্ডে ও নিমাই খাঁ।

Leave a Reply