RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানার পুলিশ অস্ত্রশস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্যদের গ্রেপ্তার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার ডাকাতির পরিকল্পনা করার আগেই বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ ৪ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করল রানীগঞ্জ থানার পুলিশ। জানা গেছে বুধবার রাত্রে রানীগঞ্জের নিমচা রেলগেট লাগোয়া এলাকার জঙ্গলে এই চার দুস্কৃতি ডাকাতির পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল। এই খবর পুলিশ বিশেষ সূত্র মারফত জানার পরই অতর্কিতে চারিপাশ ঘিরে ধরে ডাকার দলের ৪ সদস্যদের আচমকা ঘিরে ধরে, এরই মাঝে অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন জঙ্গলে গা ঢাকা দিয়ে চম্পট দেয়।

পুলিশ ধৃতদের কাছে বেশ কিছু লোহার যন্ত্রাংশ, রড, হাতুড়ি ও ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ধৃতরা হল বছর ৩৬ এর মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার বাসিন্দা ওম প্রকাশ যাদব, বছর ৫৬ এর গির্জা পাড়ার বাসিন্দা পবিত্র কেওড়া, বছর ১৮র মহাবীরের বাসিন্দা বিপিন রায় ও বছর ১৮ রাজ পাড়ার মঙ্গল স্থানের বাসিন্দা মিতেস রায়। ধৃতদের প্রত্যেককে ই ডাকাতির পরিকল্পনার চেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার করে, বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে ধৃতদের আগামীতে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে।

Leave a Reply