ASANSOL

আসানসোল বার অ্যাসোসিয়েশন নির্বাচন : রাজেশ তিওয়ারি সভাপতি , বাণী কুমার মন্ডল পুনঃনির্বাচিত হলেন সম্পাদক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :* আসানসোল বার অ্যাসোসিয়েশনের ( ASANSOL BAR ASSOCIATION ELECTION ) নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজেশ তিওয়ারি এবং সেক্রেটারি বাণী মণ্ডল পুনর্নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচন অনেক ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট পদে রাজেশ তিওয়ারি পেয়েছেন ৪৮০ টি ভোট এবং অয়ন রঞ্জন মুখোপাধ্যায় ৩৮১ টি ভোট পেয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে আবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন বাণী কুমার মণ্ডল। সেক্রেটারি পদে বাণী কুমার মণ্ডল পেয়েছেন ৬৫৫ টি ভোট এবং সুপ্রিয় হাজরা পেয়েছেন ২০৪ টি ভোট। দুই ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ রায় ( বাপি) ৩৯৮ টি ভোট এবং সনাতন ধারা ৩৬৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দুই সহকারী সচিব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মণিপদ্ম ব্যানার্জী যিনি ৩২৯ এবং ধীরেন চৌধুরী ২৮৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন। শান্তনু ব্যানার্জি ৪০৭ টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন, অনিন্দিতা মুখোপাধ্যায় ৪৫১ টি ভোট পেয়ে অডিটর নির্বাচিত হন। অপরদিকে, অভয় গিরি ৪৪৯, অনুপ মুখার্জি ৪৫৯, ঐন্দ্রিলা চক্রবর্তী ৩৭৮ , বিনোদ কুমার চৌধুরী ৩৪৫, প্রীতিবালা কর্মকার ৩৩৮, রতন কুমার দুবে ৩০৪, উজ্জ্বল কান্তি মণ্ডল ৪০১ টি ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য বা একজিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। এতে মোট ভোটার ১০২৫ জন বলে জানা গেছে। যার মধ্যে ভোট দিয়েছেন ৮৯২ জন।

Leave a Reply