KULTI-BARAKAR

কুলটির ঘটনা গভীর রাতে বিষ্ফোরণ, উড়লো বাড়ির রান্নাঘরের ছাদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান আসানসোল পুরনিগমের ১০৪ নম্বর ওয়ার্ডের কুলটির ডিসেরগড়ে শাঁকতোড়িয়ায় বিস্ফোরণ। শুক্রবার গভীর রাত দুটো নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, একটি বাড়ির সামনে ময়লার জায়গায় রাতের অন্ধকারে বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা ।কেঁপে উঠে গোটা এলাকার বাড়িঘর। উড়ে যায় এলাকার বাসিন্দা সাগর ঘাসির বাড়ির রান্না ঘরের ছাদের টিন ও এসবেস্টার ।খবর পেয়ে কুলটি থানা শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। এই ঘটনায় ঐ বাড়ির দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কিসের থেকে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

জানা গেছে
, যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন বাবা সাগর ঘাসি ও ছেলে শুভাশিস ঘাসি।
গৃহকর্ত্রী বেবি ঘাসি বলেন, জানিনা কি করে এই ঘটনা। তবে আমার এক আত্মীয়ের সঙ্গে পারিবারিক অশান্তি হচ্ছে। রাতে শুয়ে ছিলাম। তখন ঘুমের মধ্যে প্রচন্ড জোর আওয়াজ।

Leave a Reply