আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআই রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআইকে বদলি করা হয়েছে৷ আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ টি ফাঁড়ির ইনচার্জ সহ ১৩ জন সাব-ইন্সপেক্টরকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। রাজীব ভট্টাচার্যকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে, অজয় বাগকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ থেকে রানিগঞ্জ থানায় পাঠানো হয়েছে। জাহাঙ্গিরি মহল্লা ফাঁড়ির ইনচার্জ কার্তার সিংকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।



অন্যদিকে উৎপল ঘোষালকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ থেকে দুর্গাপুর থানায় পাঠানো হয়েছে। বিজন সমাদ্দারকে ডিডি থেকে সরিয়ে মালনদীঘি ফাঁড়ির ইনচার্জ নিয়োগ করা হয়েছে। বুদ্ধদেব গায়েনকে মালনদীঘি ফাঁড়ি ইনচার্জ থেকে সরিয়ে ফরিদপুর থানায় পাঠানো হয়েছে। ডিডি থেকে সুশোভন ব্যানার্জীকে জাহাঙ্গিরি মহল্লার টিওপি ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत