ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে টিএমসি লিগ্যাল সেল সম্মানিত করল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়*ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে টিএমসি লিগ্যাল সেল সম্মানিত করল : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চত্বরে বুধবার সকাল ১১টায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন দুই ডেপুটি মেয়রদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে পশ্চিম বর্ধমান টিএমসি লিগ্যাল সেল তাকে মালা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দ্বিতীয় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং সমস্ত কাউন্সিলররা।




শপথ গ্রহণের পর মঞ্চে উপস্থিত উভয় ডেপুটি মেয়রই তাদের দলের জন্য আরও কাজ করা এবং দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য রাখেন।অন্যদিকে, টিএমসি লিগ্যাল সেলের তরফে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে সম্মান জানানোর পর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়কেও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরো চেয়ারম্যান তথা ৪৭ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর রাজেশ তিওয়ারি, মহেন্দ্র সাউ, হিমাংশু ঝা, বিনয় পান্ডে, প্রবীর চ্যাটার্জী, প্রবীর রায়, চন্দন চ্যাটার্জি, মণিপদ্ম ব্যানার্জি, অনুপ লালা, শুভাশীষ বসু, অনুপ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘটক, সৌরভ চ্যাটার্জি, বুবাই দত্ত, বিজন ধর, পঙ্কজ দাস, প্রদীপ মণ্ডল, পলাশ সাহা, তারিক আঞ্জুম, অনিন্দিতা মুখোপাধ্যায় ওরফে রাইমা, দেবশ্রী মজুমদার, সারিক আখতার, জনার্দন শর্মা, অভয় গিরি প্রমুখ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर