ASANSOL

আসানসোলে গাড়ির পেছনে ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত্যু চালকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাস্তায় দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ির পেছনে একটি পিকআপ ভ্যানের ধাক্কা মারায় মৃত্যু হলো চালকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুরে। আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ির ছাতাপাথরের বাসিন্দা মৃত পিকআপ ভ্যান চালকের নাম পুরান রায় (৫৩)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি পিকআপ ভ্যান আসানসোল উত্তর থানার কন্যাপুর দিয়ে যাচ্ছিলো সেই সময় ঐ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলো একটি চারচাকা গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা মারে ঐ চারচাকা গাড়ির পেছনে। তাতে গুরুতর জখম হন পিকআপ ভ্যান চালক পুরান রায়। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুটি গাড়ির সংঘর্ষে একটি গাড়ির চালকের মৃত্যু হয়েছে।।

Leave a Reply