ASANSOL

কোথাও কেন্দ্রীয় বাহিনী আছে, কোথাও নেই, ৮ টি ব্লকে ১০.৭২ % ভোট

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কোথাও কেন্দ্রীয় বাহিনী আছে। কোথাও নেই। রয়েছে রাজ্য পুলিশ। অনেক বুথে বিরোধী দলের এজেন্টদের দেখতে পাওয়া যায় নি।
এমনই নানা খন্ড চিত্র দিয়ে শনিবার সকাল সাতটা বাজতেই ভোট গ্রহণ শুরু হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ৮ টি ব্লকে।


সালানপুর ব্লকের বেশ কিছু বুথে বিরোধী দলের কোন পোলিং এজেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। অনেক বুথে সকাল সকাল গ্রামের সাধারণ মানুষদের ভোটের লাইনে দাঁড়িয়েছেন নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। শুধু এই সালানপুর ব্লক নয়, জেলার সব ব্লকে এমনই ছবি দেখা গেলো। প্রতিটি বুথে রয়েছে একজন করে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। জেলার ৮ টি ব্লকের অধিকাংশ বুথেই নেই কোন কেন্দ্রীয় বাহিনী।


এদিন সকালে ভোট শুরু হতেই রাজ্যের বিভিন্ন জেলায় গন্ডগোলের খবর পাওয়া যায়। কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় ভোট শুরুর ২ ঘন্টায় তেমন কোন ঘটনার খবর পাওয়া যায় নি। ভোট পড়েছে ১০.৭২ % শতাংশ।

Leave a Reply