ASANSOL

পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন, প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ মিছিল ও সভা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন, খুন ও ভোট লুঠ করা হয়েছে। “এর প্রতিবাদে গর্জে উঠুন ” স্লোগান তুলে বুধবার বিকেলে আসানসোল শহরে বিক্ষোভ মিছিল করলো সিপিএম।
আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর থেকে এই মিছিল শুরু হয়। সেই মিছিল জিটি রোডের ভগৎ সিং মোড় হয়ে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।


এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, আমাদেরকে শুন্য বলা হয়েছিলো। এবারের পঞ্চায়েত ভোট দেখিয়ে দিলো আমরা কি। ভোটের নামে যা হয়েছে, তা সবাই জানে। এর প্রতিবাদ করা হবে, একজোট হয়ে। তিনি আরো বলেন, এই আন্দোলন শুরু হলো। তা সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply