KULTI-BARAKAR

কল্যানেশ্বরী অঞ্চলের এক হোটেলে তল্লাশি, বিভিন্ন ব্যাংকের ১২টি এটিএম কার্ড সহ নথি উদ্ধার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার পুলিশের কাছে এটিএম সাইবার এর সাথে যুক্ত দুই এটিএম হ্যাকার এর সংযোগ এর খবর।
রবিবার সন্ধ্যায় নাকা তল্লাশি করার সময় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে দুই অন্তরাজ্য হ্যাকার ধরা পড়েছিলো।ওই দুই
ধৃত দুই হ্যাকার ঝাড়খণ্ড-ধানবাদের ঝরিয়া থানার বাসিন্দা আসিফ আনসারি ও অজিত কুমার।সেই দিন তাদের কাছে পুলিশ প্রায় বিভিন্ন ব্যাংকের ২১টি এটিএম,৮টি মোবাইল ফোন সহ একটি টিভিএস কোম্পানির মোটর সাইকেল উদ্ধার করেছিলো।

সোমবার ধৃত দুই জনকে আসানসোল আদালতে তোলা।পুলিশ তদন্ত সাপেক্ষে ১০দিনের হেফাজত চাই।তবে বিচারক ৭দিনের মঞ্জুর করে।ধৃতদের হেফাজতে পাওয়ার পরেই তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরো কয়েক জনের নাম।তাছাড়াও পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।পুলিশের কাছে খবর আসে এই ধৃত দুই হ্যাকার কল্যানেশ্বরী অঞ্চলের এক বেসরকারি হোটেলে এসে ঠাঁই নিয়ে ছিলো।পুলিশ গিয়ে ওই হোটেলে তল্লাশি চালায় এবং আরো বিভিন্ন ব্যাংকের ১২টি এটিএম কার্ড সহ আরসি বুক, ভোটার কার্ড ও আধার কার্ড বাজেয়াপ্ত করে। জানা যায় এরা এই অঞ্চলে এসে বিভিন্ন এটিএম থেকে ফ্রড করে টাকা তুলে নিয়ে যেতো।এবং পুলিশ খবর পায় সেইদিন এই দুজন ছাড়াও আরো দুজন এদের সঙ্গে ছিলেন।এই চক্রের সাথে যারা যুক্ত রয়েছে পুলিশ তাদের ধরতে মরিয়া।জোর কদমে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *