ASANSOL

আসানসোল দূর্গাপুরে আইন শৃঙ্খলা নিয়ে একাধিক অভিযোগ জেলা কংগ্রেসের , পুলিশ কমিশনারকে স্মারক লিপি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুললো পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। সবমিলিয়ে নির্দিষ্ট ভাবে তিনটি দাবি নিয়ে সোমবার আসানসোলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসে গিয়ে পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তমকে একটি স্মারক লিপি দিলো জেলা কংগ্রেস নেতৃত্ব। কমিশনারের অনুপস্থিতিতে সেই স্মারক লিপি দেওয়া হয় ডিসিপি ( সেন্ট্রাল) কুলদীপ সোনেয়ালকে। ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা, শাহ আলম সহ অন্যান্যারা।


জেলা সভাপতি ও প্রদেশ কংগ্রেসের সম্পাদক বলেন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। চরম অবনতি হয়েছে। বিভিন্ন থানা এলাকায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। কিন্তু কোন ঘটনার কিনারা হয়নি। কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের আরে অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় পুলিশ সরাসরি শাসক দলের হয়ে কাজ করেছে। কংগ্রেসের একাধিক প্রার্থীকে ভয় দেখিয়ে জোর করে মনোনয়ন পত্র প্রত্যাহার করানো হয়েছে। যারা তা করেনি তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দুই কংগ্রেস নেতার দাবি, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় নতুন করে বালি ও কয়লার বেআইনি কারবার শুরু হয়েছে। আমরা বলেছি, সব দাবি খতিয়ে দেখে পদক্ষেপ নিতে হবে। পুলিশ কর্তা সব দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন।

Leave a Reply