ASANSOL

কবি ও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্যের নতুন কাব্যগ্রন্থের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সাংবাদিক তথা কবি বিশ্বদেব ভট্টাচার্যের নতুন কাব্যগ্রন্থ ” সোনা জোনাকির আলো” প্রকাশিত হলো। বুধবার আসানসোলের জেলা গ্রন্থাগারে এক অনুষ্ঠানে এই বই প্রকাশ করলেন সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায়, শিক্ষক তথা গল্পকার শামসুদ্দোহা ও ” আজকের যোজন পত্রিকা ” র সম্পাদক বাসুদেব মন্ডল। এখানে বিশ্বদেব ভট্টাচার্য কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের দায়বদ্ধতার পাশাপাশি সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


অন্যদিকে, অমল বন্দোপাধ্যায় বিশ্বদেব ভট্টাচার্যের সাহিত্য, সাংবাদিকতা ও আবৃত্তি সম্পর্কে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে শ্যামল হোমরায়, অমিত বাগল সুভাষ মন্ডল, শতাব্দী মজুমদার, মাধব অধিকারী সহ অনেকেই কবিতা পাঠ, গল্প পাঠ এবং আলোচনায় অংশ নেন। বাসুদেব মন্ডল বিশ্বদেব ভট্টাচার্যের প্রতিবাদী চরিত্রের কবি, সমাজকর্মী ও তার তদন্তমূলক সাংবাদিকতার অবদান তুলে ধরেন। সমকালীন সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বদেব ভট্টাচার্যের ভূমিকা নিয়ে অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply