ASANSOL

আসানসোল দুর্গাপুর পুলিশের এর ১ জন সহ রাজ্য পুলিশের ৬ ইন্সপেক্টর বদলি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশের চার আইপিএসের পর ৬ জন ইন্সপেক্টরকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও রদবদল হয়েছে। রাজ্য পুলিশের এডিজি আইন ও শৃঙ্খলার তরফে ৬ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে। ওই নির্দেশ অনুসারে করিমপুরের সিআই সিকান্দার আলমকে করিমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, করিমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ পিন্টু সরকারকে মুর্শিদাবাদ ডিআইবি, এমটিএফ-এর ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।আসানসোল – দুর্গাপুর পুলিশের ইন্সপেক্টর তাপস কুমার দাসকে করিমপুরের সিআই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ইন্সপেক্টর সৌম্যজিৎ মল্লিক, ডিআইবি, মুর্শিদাবাদ, এমটিএফকে মালদা কালিয়াচক থানার ইন্সপেক্টর ইনচার্জ করা হয়েছে। উদয় শঙ্কর ঘোষ, যিনি কালিয়াচক থানার ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন, বছর খানেক পর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ফিরেছেন। হাওড়া জিআরপি-র ইন্সপেক্টর তুহিন বিশ্বাসকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর ইনচার্জ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply