BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, জুলাইয়ে সর্বকালের সর্বোচ্চ লোকো উৎপাদন করে অনন্য নজির

বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ( Record Production by CLW ) চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা লোকোমোটিভ ওয়ার্কস বা সিএলডবলু রেল মন্ত্রকের অধীনে বৈদ্যুতিক লোকোমোটিভ প্রধান নির্মাণকারী সংস্থা। ৩১ জুলাই মাস শেষে এই কারখানা বৈদ্যুতিক লোকোমোটিভ বা ইঞ্জিন উৎপাদনে আরেকটি নতুন মাইলফলক অর্জন করেছে। ২০২৩ সালের জুলাই মাসে রেকর্ড ৬৫ টি লোকো উৎপাদন করে, যা এ যাবতকালের সর্বোচ্চ উৎপাদন। জুলাই মাসে ও একটি আর্থিক বছরের যে কোনো মাসের হিসাবে এই উৎপাদন একটি রেকর্ড। গত বছরের জুলাই মাসের তুলনায় ৯৭% বেশি লোকো উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ২০২৩- ২৪ আর্থিক বছরে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ১৮৭ টি লোকো উৎপাদন সর্বকালের সর্বোত্তম লোকোমোটিভের উৎপাদন অর্জন করেছে। ২০২২- ২৩ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ১৩৬ টি লোকো বা ইঞ্জিন উৎপাদন হয়েছিল। যা চলতি বছরের উৎপাদনের তুলনায় ৩৭.৫ শতাংশ বেশি।



কারখানার জেনারেল ম্যানেজার বা জিএম দেবী প্রসাদ দাস এই রেকর্ড উৎপাদনের জন্য ‘টিম সিএলডব্লু ‘ কে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই কৃতিত্বের জন্য কর্মী, সুপারভাইজার ও অফিসারদের কাজের প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই কারখানা অতীতের মতো লোকোমোটিভ উৎপাদনের ক্ষেত্রে অনেক মাইলফলক অর্জন করতে থাকবে। এই অসামান্য কৃতিত্বটি উদ্ভাবন, দক্ষতা এবং শ্রেষ্ঠত্বের প্রতি তার অটুট প্রতিশ্রুতির একটি প্রমাণ বলে কারখানার জেনারেল ম্যানেজার মনে করেন।

Leave a Reply