BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন অসিত সিংহ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো সোমবার।পঞ্চায়েত সমিতির কার্যালয়ে নির্বাচনে জয়ী ২৩ জন সদস্যদের শপথ গ্রহণ করার পর,সবার সমর্থনে সভাপতি নির্বাচিত হন অসিত সিংহ এবং সহ সভাপতি পদে নির্বাচিত হলেন সুফল মাজি।এদিন শপথ বাক্য পাঠ করান বারাবনি ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধান।

তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তিনি জয়ী সদস্য এবং নতুন সভাপতি ও সহ সভাপতিকে বার্তাদেন যাদের ভোটে জয়ী হয়েছেন তাদের পরিষেবা দেওয়া হলো আগামী পাঁচ বছরের মূল্য কাজ।তাছাড়া এদিন অসিত সিংহ বলেন মানুষ আশীর্বাদ দিয়েছে বলেই আমাদের ২৩টি আসনে জয় হয়েছে।তাই সবাই মিলে এক সঙ্গে আগামী দিনে মানুষের কাজ করাই হবে আমাদের প্রধান কাজ।

Leave a Reply