BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র হলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।পঞ্চায়েত সমিতির জয়ী ২৮ জন সদস্য প্রার্থীরা শপথ গ্রহণ করার পর,সবার সমর্থনে সভাপতি নির্বাচিত হন কৈলাশপতি মণ্ডল এবং সহ সভাপতি পদে নির্বাচিত হলেন বিদ্যুৎ মিশ্র।এদিন শপথ বাক্য পাঠ করান সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু।তাছাড়া পুরো অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।

তিনি জয়ী সদস্য সহ সভাপতি ও সহ সভাপতিকে বার্তাদেন মানুষের আশীর্বাদে সবাই জয়ী হয়েছেন।তাই মানুষের কাজ করাই মূল্য লক্ষ।সবার একটাই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো। উন্নয়ন হচ্ছে তৃণমূলের মূল্য লক্ষ্য।তাছাড়া এদিন সমস্ত জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা মুকুল উপাধ্যায়,মোঃ আরমান, ভোলা সিং,মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply