ASANSOL

আসানসোল স্টেডিয়াম সংস্কারে পুরনিগমের বরাদ্দ ১৭ লক্ষ টাকা, পরিদর্শনে মেয়র পারিষদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল স্টেডিয়াম সংস্কার করবে আসানসোল পুরনিগম। স্টেডিয়ামের উন্নয়নে বেশ কিছু কাজ করা হবে। তারজন্য আসানসোল পুরনিগম ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সোমবার এই কথা বলেন পুরনিগমের ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি পুরনিগমের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আসানসোল স্টেডিয়াম পরিদর্শনে যান।


পরে তিনি বলেন, মেয়র বিধান উপাধ্যায় এই স্টেডিয়ামে বেশ কয়েকটি অনুষ্ঠানে এসেছিলেন। তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে সবার সঙ্গে আলোচনা করে স্টেডিয়াম সংস্কারে বেশ কিছু কাজ করার নির্দেশ দেন। তারজন্য ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্টেডিয়ামেট গ্যালারি রং করা ও নর্দমা তৈরী করা।

মেয়র পারিষদ আরো বলেন, স্টেডিয়ামে কিছু রুম আছে, যেগুলিকে বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে। সেইসব রুমের কাছে জল জমে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেগুলি সারাই করা হবে। বহু বছর পরে আসানসোল পুরনিগমের তরফে এই কাজ করা হচ্ছে। দ্রুত এই কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। আগামী দিনে আরো কিছু কাজ স্টেডিয়ামে করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply