DURGAPUR

দুর্গাপুর থানার ইস্পাত নগরীর আবাসনে দুঃসাহসিক চুরি প্রায় ১০ লক্ষ টাকার সোনার গহনা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : ( Durgapur News ) রবিবার রাতে দুর্গাপুর থানার ইস্পাত নগরীর আবাসনে দুঃসাহসিক চুরি। চুরি গেল প্রায় ১০ লক্ষ টাকার সোনার গহনা। চাঞ্চল্য এলাকা জুড়ে। তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। ইস্পাত নগরীর আকবর রোডের আবাসনের সদস্যরা রবিবার রাতে বাজার করতে বের হয়। সেই সুযোগে দুষ্কৃতীরা ওই আবাসনের উইন্ডো এসি সরিয়ে জানালার ফাঁক দিয়েই ভেতরে ঢোকে। তারপরেই আলমারি থেকে সোনার অলংকার নিয়ে চম্পট দেয়।

পরিবারের সদস্য প্রতিভা মঞ্জুরী মাহাতোর অভিযোগ তারা রবিবার রাতে যখন বাড়ি ফিরে আসেন তখনই দেখতে পান আলমারি ভাঙা এবং সোনার অলংকার উধাও। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত শনিবার রাতে দুর্গাপুরের কোকাওভেন থানায় এলাকার এটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেখানেও চুরি যায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। তার কয়েকদিন আগে দুর্গাপুর থানার সিটি সেন্টারে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। শারদ উৎসব এর আগে মাথা চারা দিচ্ছে চুরি এবং ছিনতাই এর ঘটনা। চিন্তার ভাঁজ করেছে প্রশাসনিক মহলেও।

Leave a Reply