ASANSOL

আসানসোল স্পোর্টস লাভার এ্যাসোসিয়েশনের উদ্যোগ, ৮ টি দল নিয়ে শুরু মহিলা ফুটবল টুর্নামেন্ট ” প্রগতি কাপ

বেঙ্গল মিরর,, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল স্পোর্টস লাভার এ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার থেকে শুরু হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট ‘ প্রগতি কাপ “। আসানসোলের এসবি গরাই রোডের বুধা ফুটবল ময়দানে প্রথম বর্ষের এই ফুটবল টুর্নামেন্ট পুরোপুরি ফ্লাডলাইটে হচ্ছে । ১৩ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্ট চলবে ১৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। আসানসোলের পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন জেলা ও পাশের রাজ্য ঝাড়খণ্ড সহ মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।


বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ছিলেন আসানসোল স্পোর্টস লাভার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় সহ অন্যান্যরা।
উদ্বোধনের দিন প্রথম ও দ্বিতীয় দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইষ্টবেঙ্গল এফসি ও আরিয়ান ( কালনা) । এই খেলায় আরিয়ান (১-০) গোলে ইষ্টবেঙ্গল এফসিকে হারায়। এদিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় সার্দান সমিতি ও এমআরবিসি ( চিত্তরঞ্জন)। তাতে এমআরবিসি ( ৩-১) গোলে সার্দান সমিতিকে পরাজিত করে।


বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা শ্যাম মেটালিক ( জামুড়িয়া) বনাম মধুপুর এফসি ( ঝাড়খণ্ড) এবং মুগমা ঝাড়খণ্ড বনাম বালুরঘাট এফসি। ১৫ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল খেলা হবে। ১৬ সেপ্টেম্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে দুটি সেমিফাইনালের জয়ী দুটি দল।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আরো বলেন, ফাইনাল খেলায় হাজির থাকবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে ও রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার।
তিনি আরো বলেন, আসানসোল স্পোর্টস লাভার এ্যাসোসিয়েশন এই শিল্পাঞ্চলের ছেলেমেয়েদের ফুটবলের মতো খেলার প্রতি আকর্ষণ বাড়াতে একটি ফুটবল একাডেমি তৈরির পরিকল্পনা নিয়েছে। ৫০ জনকে নিয়ে তা শুরু করা হবে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলার দিন এই ফুটবল একাডেমির আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। এরজন্য একটা থিম সঙ্গও করা হয়েছে।
আসানসোল শহরে পুরোপুরি ফ্লাডলাইটে একটা ফুটবল টুর্নামেন্ট হওয়ায় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

Leave a Reply