ASANSOL

পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুর চেয়ারম্যানকে নিয়ে বাজার এলাকা পরিদর্শনে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Paschim Bardhaman News Today ) পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবালাম মঙ্গলবার আসানসোল পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের অধীনে জিটি রোডের আসানসোল বাজার এলাকা পরিদর্শন করেছেন। জেলাশাসকের সঙ্গে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান তথা ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমরনাথ চট্টোপাধ্যায়, ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘটক, পুুরনিগমের স্যানিটারি বিভাগ ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। জেলাশাসক বাজার এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ভালভাবে খতিয়ে দেখেন যে কোথাও এমন কিছু ঘটছে না যাতে ডেঙ্গু ছড়াতে পারে। তিনি স্থানীয় বাসিন্দা সহ সকলকে সতর্ক করেন। দোকানদারদের ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতন করে জেলাশাসক বলেন, জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগম কতৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় সবরকম চেষ্টা করছে। তবে মানুষকেও তাদের দায়িত্ব বুঝতে হবে।



আসানসোল পুরনিগমের চেয়ারম্যান তথা ৪৪ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, জেলাশাসক ডেঙ্গু নিয়ে ৪৪ নম্বর ওয়ার্ডের বাজার এলাকা পরিদর্শন করেছেন। তিনি বাজার এলাকার বিভিন্ন জায়গা খতিয়ে দেখেছেন ও আসানসোল পুরনিগম পরিচ্ছন্নতার বিষয়ে যে কাজ করেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এরই ধারাবাহিকতায় জেলাশাসকের এদিন বাজার এলাকা পরিদর্শন। পুর চেয়ারম্যান আরো বলেন, পুরনিগম ও জেলা প্রশাসন সবরকম পদক্ষেপ নিয়েছে। তবে মানুষদের আরো সতর্ক থাকতে হবে।

Leave a Reply