ASANSOL

আসানসোল শিল্পাঞ্চলে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের শৌর্য জাগরণ যাত্রার রথ

বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ,চরণ মুখার্জি, রাজা বন্দোপাধ্যায়, ওসৌরদীপ্ত সেনগুপ্ত : ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে শৌর্য জাগরণ যাত্রার আয়োজন করা হয়েছে। এর আয়োজনে ছটি রথ সারা রাজ্য ঘুরছে। শনিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এই রথ পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করে আসানসোলের কুলটির ডিসেরগড় দিয়ে। এই যাত্রা পশ্চিম বর্ধমান জেলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিপুল সংখ্যায় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা সকলেই জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। রথগুলোকে সাজানো হয় জাঁকজমকের সঙ্গে। বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের প্রধান গৌতম সরকার বলেন, সারা দেশে শৌর্য জাগরণ যাত্রা বা রথযাত্রার আয়োজন করা হলেও বাংলায় রাজ্য সরকার তা বন্ধ করার চেষ্টা করেছে। যে কারণে বাংলায় এই রথযাত্রা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এখন বাংলায়ও রথযাত্রা করা হচ্ছে।


পরে আসানসোল থেকে রানিগঞ্জ শহরে আসে শৌর্য জাগরণ যাত্রার রথ। রানিগঞ্জ শহরের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে এসে থামে রথ। সেখানে রথের মধ্যে থাকা রাম – সীতার মূর্তিতে মাল্যদান করে, পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয় শৌর্য জাগরণ রথকে। সেখান থেকে মোটরবাইক রেলি করে, বিভিন্ন মনীষীদের ছবি রথের মধ্যে তুলে ধরে রানিগঞ্জ শহর পরিক্রমা করে, সরাফ ভবন পৌঁছায় শৌর্য জাগরণ রথ। শনিবার দুপুরে এই রথ রওনা দেয় দুর্গাপুর হয়ে পানাগড়ের উদ্দেশ্যে।

Leave a Reply