BARABANI-SALANPUR-CHITTARANJAN

শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহার আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ডিভিসি’র সিএসআর ফান্ড থেকে সালানপুর ব্লকের সরকারি স্কুল আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনে
শুরু হতে চলেছে শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহার ।
সোমবার দিন এই শিক্ষা প্রতিষ্ঠান এর স্মার্ট বোর্ড প্রযুক্তি শুরু হল টাচ স্ক্রিন পদ্ধতির এই বোর্ড এর মাধ্যমে।
যার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ডিভিসি সিএসআর প্রকল্পের পক্ষে ডক্টর কৌশলেন্দ্র কুমার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহঃ আরমান, স্কুল পরিচালন সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, তৃণমূল নেতা ভোলা সিং,জেলা পরিষদের সদস্য বেবি মন্ডল শিক্ষক নেতা অর্ধেন্দু রায়, আছড়া পঞ্চায়েতের প্রধান শিবানী পাল, উপপ্রধান জয়দেব মাহাতো , গৌরাঙ্গ তেওয়ারি, বিপ্রদাস মিশ্র, উজ্জ্বল মন্ডল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।


শিক্ষাদানের ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী হয়ে উঠবে বলে জানান ডক্টর কৌশলেন্দ্র কুমার। কৌশলেন্দ্র কুমার বাবু জানান কয়েক লক্ষ টাকা দামি বিশেষ এই বোর্ড স্কুল এর ছাত্র ছাত্রীদের পড়াশুনার কাজে বিশেষ সুবিধা প্রদান করবে। তাছাড়া এখন সবটাই ডিজিটাল তাই ডিজিটাল পদ্ধতিতে পড়াশুনার ক্ষেত্রে পড়াশুনার মান বাড়বে ।

প্রধান শিক্ষক সভ্যসাচি মাহাতা জানানএই স্কুল টি বহু পুরাতন স্কুল ।যেখানে প্রায় ২২০০ ছাত্র রয়েছে। এর আগেও আমাদের স্কুলকে ডিভিসি থেকে দুটি কম্পিউটার ক্লাস রুম করে দেওয়া হয়েছে ।এবারে বারাবনীর বিধায়ক মহাশয় এর উদ্যোগে ডিভিসি তহবিল থেকে এই প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *