RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের ৬ ফুটবলার এবার চান্স পেল ইস্ট জোন ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আবারো খুশির আমেজ রানীগঞ্জের ফুটবল দলে। রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে দীর্ঘ অনুশীলন করা ৬ ফুটবলার এবার চান্স পেল ইস্ট জোন ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে খেলার।আগামী ৩রা নভেম্বর কলকাতার সল্টলেকে আয়োজিত হতে চলেছে ইস্ট জোন ইউনিভারসিটি ফুটবল টুর্নামেন্ট। যেখানে এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমে চান্স পেয়েছে রানীগঞ্জ ফুটবল কোচিং ক্যাম্পের ছয় ফুটবলার।

ক্যাম্পের কোচ সুবীর রায় জানান, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফুটবল টিমের নির্বাচন হয়েছিল, সেখানেই রানীগঞ্জ ফুটবল কোচিং ক্যাম্পের ছয় খেলোয়াড় চান্স পায়। আর এই খুশির খবরে সেই প্রতিযোগিতামূলক ফুটবলে সফল হবার অঙ্গীকার অতনু, রুবেল, গুগল, অভি, মার্সেল ও শচীনের। বিশ্ববিদ্যালয় এর হয়ে ইস্ট জোন ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে চান্স পাওয়াই খুশি কোচ সুবীর রায়ও। এদিন খেলোয়াড় রুবেল রায় জানাই বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলাতে চান্স পাওয়াই তারা সকলেই খুশি।

রুবেল বলে এর আগে সেই আন্ডার থার্টিন আই লিগ সেমিফাইনাল, আন্ডার ফর্টিন সুব্রত কাপ, আন্ডার ১৭ অল ইন্ডিয়া সাই চ্যাম্পিয়নশিপ ও আন্ডার ১৭ ডি সি আই টিমে সে খেলেছে। ভবিষ্যতে আই লিগ খেলার ইচ্ছা প্রকাশ করেছে সে। কোচিং ক্যাম্পে অনুশীলন করা খেলোয়াড়দের এক যোগে ছয় ছয় জনকে সিলেক্ট করায় স্বভাবতই খুশি কোচিং ক্যাম্পের কোচ সুবীর রায়। তিনি খেলোয়াড়দের আগামীতে উন্নত ভবিষ্যতের কামনা করেছেন।

Leave a Reply