PANDESWAR-ANDAL

ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পাণ্ডবেশ্বরে জেলাশাসক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রাণীগঞ্জ:ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পাণ্ডবেশ্বরে জেলাশাসক (DM)S.Ponnambalam. পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সৃষ্টি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন,মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সো মন্ডল সহ বিভিন্ন ব্লক আধিকারিক, পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিভিন্ন আধিকারিকগণ।

মূলত ২০২২-২৩ আর্থিক বর্ষে ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে উন্নয়নমূলক কাজগুলি হয়েছে তার পর্যালোচনা হল এই বৈঠকে। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব্লকে ব্লকে এই পর্যালোচনা বৈঠক চলছে। বৈঠক শেষে জেলাশাসক বলেন, ব্লকে ব্লকে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজগুলির পর্যালোচনা চলছে এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে। কিছু কিছু পঞ্চায়েতের কাজ সুন্দরভাবে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । এবং কিছু কিছু পঞ্চায়েতে যেগুলি বাকি রয়েছে নির্দিষ্ট কাজ গুলি অতি দ্রুত শেষ করে দেওয়া হবে। পাণ্ডবেশ্বর বিধানসভার এই ব্লকে অভূতপূর্বভাবে কাজ হয়েছে পথশ্রী প্রকল্প। এবং আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েতে বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং জৈব সারের প্রক্রিয়াকরণে জোর দেওয়া হবে।

Leave a Reply