ASANSOL

আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের নভেম্বর মাসের মাসিক বোর্ড বৈঠক বুধবার অনুষ্ঠিত হলো পুরভবনের কনফারেন্স হলে। এই বৈঠকে সভাপতিত্ব করেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক মেয়র পারিষদ বোরো চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলাররা।


বৈঠকের শেষে পুর চেয়ারম্যান ও মেয়র বলেন, গত একমাস ধরে দুর্গাপুজো সহ উৎসবের মরশুম ছিলো। পুরনিগমের বিভিন্ন বিভাগের তরফে এই সময়ে ১০৬ টি ওয়ার্ডের যতটা সম্ভব পুর পরিসেবা দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে পুরনিগমের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। পুরনিগমের তরফে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো যে পুর এলাকায় যেসব ছটঘাট আছে, সেগুলোকে ভালো করে তৈরি করা হবে। হাইমাস লাইট লাগানো হবে। এই বিষয়টি এদিনের বৈঠকে পেশ করে পাশ করানো হয়েছে। সব ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে তাদের এলাকায় যেসব ছটঘাট আছে, তার তালিকা জমা দিতে বলা হয়েছে। মেয়র বলেন, ইতিমধ্যেই ৪০ টির মতো ছটঘাট সংস্কারের টেন্ডার করা হয়েছে। দ্রুত তার কাজ শুরু করা হবে। এছাড়াও পার্কিং জোন নিয়ে আলোচনা করা হয়েছে।

Leave a Reply