ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আমলাদহি বাজারে  অবৈধ দোকানগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলল রেল প্রশাসন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জন রেল শহরের অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলি ভেঙ্গে দিল রেল প্রশাসন।
চিত্তরঞ্জন শহরের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র হল আমলাদহি বাজার। আর এই বাজারেই মঙ্গলবার সকাল থেকে বুলডোজার চালালো রেল প্রশাসন। অভিযান চালিয়ে ভেঙে দিল একাধিক অবৈধ দোকান। যদিও রেল প্রশাসন এর তরফে
এর আগেই এইসব দোকানগুলি মালিকদেরই ভেঙে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। ১০ নভেম্বর জারি করা সেই বিজ্ঞপ্তিতে সময় দেওয়া হয়েছিল পরবর্তী ১০ দিন,কিন্তু দোকান মালিকেরা কোন উদ্যোগ না নেওয়ায় আজ আরপিএফ এবং আইওডব্লিউ কর্তৃপক্ষের
উপস্থিতিতে চিত্তরঞ্জন রেল প্রশাসন অন্তত দশটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিল। ৩৩ টি দোকান ভেঙে ফেলার কথা থাকলেও আজ সবগুলি ভাঙার কাজ শেষ হয়নি।

বাজারের ৩১ নম্বর রাস্তা অর্থাৎ পুনর্জন্ম ভবন থেকে মহিলা সমিতির দিকে যাওয়ার রাস্তার দু’ধারের দোকান সহ বাজারের ভেতরে থাকা একাধিক দোকান আজ ভাঙ্গা হয়েছে।এইসব দোকানগুলিকে সরিয়ে ফেলা হবে বলে আগেই চিহ্নিত করেছিল রেল প্রশাসন। অবৈধভাবে বাজারের জায়গা দখল করে রাখা, বাজারের পরিবেশ নষ্ট করা এবং নোংরা আবর্জনা ছড়িয়ে থাকার বিষয়গুলির সঙ্গে সঙ্গেই এইসব দোকানগুলি দীর্ঘদিন ধরেই খোলা হচ্ছিল না। আবার এগুলির মালিকদের খোঁজও পাওয়া যাচ্ছিল না বলে রেল প্রশাসন উল্লেখ করে। বিষয়টি নিয়ে বাজার কমিটির সম্পাদক পার্থ মন্ডল বলেন রেল প্রশাসন যে পদক্ষেপ করেছে তা বাজারে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থেই।যদিও জানাগেছে এদিন অবৈধ দোকান ভেঙ্গে গুঁড়িয়ে ফেলার সময় কোন বাধা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *