KULTI-BARAKAR

ডিসেরগড়ে শ্রী শ্রী ছিন্নমস্তা কালি মন্দিরের তরফে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটির ডিসেরগড় শ্রী শ্রী ছিন্নমস্তা কালি মন্দির কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকালে ডিসেরগড় দামোদর ঘাট মহাশ্মশানে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানটি মুলতঃ বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সহযোগিতায় করা হয়। এদিন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ইসিএলের সদর দপ্তরের ডিরেক্টর টেকনিকালি নীলাদ্রি রায়, ইসিএলের আধিকারিক নীলেন্দ্র কুমার সিং, অমৃতাঞ্জন নন্দী ও মন্দির কমিটির সম্পাদক মানিকলাল আচার্য্য সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে কৃষ্ণেদু মুখোপাধ্যায় বলেন, এই মন্দির কমিটির সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। তারা এই কাজ করে সমাজের প্রতি ভালো বার্তা দিলেন। আগামী দিনে মন্দির কমিটির সমাজসেবা মুলক যে কোন কাজে তার সাহায্য চাইলে, এগিয়ে আসবেন বলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আশ্বাস দেন।
এদিন শতাধিক গরীব ও দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়।

Leave a Reply