BARABANI-SALANPUR-CHITTARANJAN

জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Salanpur News ) সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুন্ডা পঞ্চায়েতের এক জঙ্গল থেকেএক যুবতীর অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে, সালানপুর থানা ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামডি মাদাইচক থেকে বোলকুন্ডা যাবার রাস্তার পাশের এক জঙ্গল থেকে এলাকার বাসিন্দারা ওই যুবতীর অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পায়।খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভীড় জমাতে শুরু করে।স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণ করে ওই যুবতীকে মেরে ফেলে গেছে দুষ্কৃতীরা।


খবর দেওয়া হয় সামডি ক্যাম্পের পুলিশ কে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার আইসি অমিত হাটি,এসিপি সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ ।তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে স্থানীয়রা পুলিশ এর নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলেছে এবং বিক্ষোভ দেখায় । পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বাসিন্দারা । মৃতা যুবতীর পিতা জানায় মাঙ্গলবার সকালে বন্ধুদের সাতে পিকনিক করতে গিয়েছিল কিন্তু রাতে বাড়ি ফেরেনি খোঁজ খবর নিতে নিতে সকালে জানতে পারে একটি মৃত দেহ পাওয়া গেছে যেটি তারই মেয়ে।

Leave a Reply