DURGAPUR

ধাওয়া করে গাড়ি আটকে অপহৃতকে উদ্ধার কাঁকসা পুলিশের , আটক ২

বেঙ্গল মিরর, কাঁকসা ( দূর্গাপুর), রাজা বন্দোপাধ্যায়ঃ খবর পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে অপহরণ রুখে দিল আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেতেই কাঁকসা পুলিশ একাধিক গাড়ি নিয়ে অপহরণকারীদের পিছু ধাওয়া করে। পুলিশের তাড়ায় হতচকিত হয়ে পড়ে অপহরণকারীরা। আধঘন্টার কম সময়ের মধ্যেই শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই অপহরণকারী। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে পুলিশ উদ্ধার করেছে অপহৃত হওয়া ঐ ব্যক্তিকে। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলায় দূর্গাপুরের কাঁকসা এলাকায়।


পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অপহৃত ব্যক্তির নাম রমেশচন্দ্র মোহান্তি। জানা গেছে, এই ব্যক্তির বাড়ি মধ্যপ্রদেশে। ঐ ব্যক্তির সঙ্গে ছিল ৩৮ লক্ষ টাকা। পানাগড় স্টেশনে নামতেই তাকে দুজন গাড়িতে জোর করে তুলে নেয় বলে জানিয়েছে ঐ ব্যক্তি। পুলিশ এখনই এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
লোকসভা ভোট আসন্ন। একজন ব্যক্তি এই ডিজিটাল ব্যবস্থায় এত পরিমাণ টাকা নিয়ে ট্রেনে করে কেন যাচ্ছিলেন? কেন তাও আবার মধ্যপ্রদেশের মতো জায়গা থেকে তার উত্তরও খুঁজছে পুলিশ। এই টাকা হাওলার, না ভোটের আগে কি এই টাকা বাংলায় আসছে তা নিয়েও শুরু হয়েছে জল্পনাও। দুই অপহরণকারীকে জেরা শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।


এদিন সকাল দশটা নাগাদ পানাগড় স্টেশনে ট্রেন থেকে নামেন মধ্যপ্রদেশের বাসিন্দা রমেশচন্দ্র মোহান্তি নামে ঐ ব্যক্তি। এরপর ঐ ব্যক্তিকে একটি ছোট চারচাকা গাড়িতে তুলে নেয় দুজন। এরপর তাকে অপহরণ করে কাঁকসা থানার সামনে দিয়ে কলকাতার দিকে যেতে শুরু করে। গাড়িতে থাকা ঐ ব্যক্তি চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশ ঐ গাড়ির পেছনে ধাওয়া করে। বেশ কিছুটা যাওয়ার পরে পানাগড় বাইপাস থেকে গাড়িটিকে আটক করে পুলিশ। অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে কাঁকসা পুলিশ থানায় নিয়ে আসে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি ছোট চারচাকা গাড়ি করে দুজন ব্যক্তি এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ঐ ব্যক্তির চিৎকার শুনতে পেয়েই তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল পৌনে ১০ টার সময় ঐ ব্যক্তিকে অপহরণ করা হয় পানাগড় স্টেশন থেকে। তাকে উদ্ধার করা হয় ১০ টা ১৫ মিনিট নাগাদ। উদ্ধার হওয়া ব্যক্তির কাছে ৩৮ লক্ষ টাকা ছিলো বলে জানিয়েছেন উদ্ধার হওয়া রমেশচন্দ্র মোহান্তি নামে ঐ ব্যক্তি।
মাত্র কয়েক মিনিটের মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। যে দুজন অপহরণকারীকেও ধরা হয়েছে, তাদের নাম শিবম নামদেও ও রাজা বিশ্বকর্মা। দুজনকে পুলিশ জেরা করে এই চক্রটিকে  ধরার চেষ্টা করছে।

Leave a Reply