ASANSOL

আসানসলে বেআইনি জবরদখল উচ্ছেদে পুলিশের অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ কৌশিক কুণ্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার আসানসোলের জিটি রোডের বিএনআরের কাছে আসানসোল জেলা গ্রন্থাগারের কাছে রাস্তার দুপাশের দোকানগুলি সরিয়ে দেয়।
কয়েকদিন আগে এই এলাকার দোকানদারদেরকে মৌখিকভাবে এখান থেকে চলে যেতে বলা হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।


তবে পুলিশের এই পদক্ষেপ নিয়ে এলাকার দোকানিরা বলেন, এই দোকানের সাহায্যে আমাদের পরিবার-পরিজনদের ভরণ-পোষণ চলে। এখন এগুলো সরিয়ে দিলে তারা কি করবেন? কোথায় তারা যাবেন? তারা তো পরিবার নিয়ে পথে বসবেন। তাই তারা পুলিশ প্রশাসনের কাছে অন্য জায়গা দেওয়ার অনুরোধ করেন।
প্রসঙ্গতঃ, আসানসোল জেলা গ্রন্থাগারের কাছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ভবন তৈরি করা হচ্ছে। সেই কারণে এই রাস্তার দুপাশ থেকে বেআইনি দোকান বা জবরদখল উচ্ছেদ করা হচ্ছে।

Leave a Reply