ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

কল্যানেশ্বরী আজিতেশ নগর দূর্গামন্দির সংলগ্ন বাড়িতে চুরির ঘটনায়, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত আজিতেশ নগর দূর্গামন্দির সংলগ্ন বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।বাড়িতে রাত্রে টিভি দেখে ঘুমোতে যায় বাড়ির লোকেরা।এরপর ভোররাতে বাড়ির লোকজন আওয়াজ পেয়ে উঠে,তারপর বাড়ির লোকের আওয়াজ পেয়ে চোরের দল পালিয়ে যায়।সঙ্গে সঙ্গে গিয়ে দেখে বাড়িতে মূল দরজার গেটের কাঁচ খোলা রয়েছে দরজার লক ভাঙ্গা।বাড়ির ভিতরে আলমারিতে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।ঘটনার খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে।

ঘটনাস্থলে কল্যানেশ্বরী পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।বাড়ি থেকে দুটি মোবাইল সহ সোনার কিছু অলংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি যায় বলে জানান মালিক রাজেশ কুমার।তারা পরিবার নিয়ে অজিতেশ নগরে দেবাশীষ ঘোষের বাড়িতে নীচের তলায় ভাড়া থাকে।রাজেশ কুমার বলেন রাতের বেলায় টিভি দেখে সবাই ঘুমাতে যায়।ভোর রাতে কিছু শব্দ শুনে উঠে যায় সবাই।তারপর দেখে সাদা জামা পরে এক লোক পালিয়ে যাচ্ছে।উঠে দেখে আলমারি খোলা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আলমারি থেকে সোনার চেন,মঙ্গলসূত্র সহ নগদ পঞ্চাশ হাজার টাকা নেই।পাশাপাশি বাড়ির বাইরে দরজার লক ভাঙ্গা অবস্থায় রয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply