ASANSOL

পশ্চিমবঙ্গ পুলিশ : ১০২৫৫ কনস্টেবল নিয়োগ করা হবে, ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করুন

লিখিত ও শারীরিক পরীক্ষার পাশাপাশি সাক্ষাৎকার নেওয়া হবে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :(ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট) পশ্চিমবঙ্গ পুলিশে ১০২৫৫ কনস্টেবল নিয়োগ করা হবে। এটির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জারি করেছে। এতে সিভিক পুলিশ হোম গার্ড এবং এনভিএফও সংরক্ষণ পাবে। এতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। লিখিত পরীক্ষার পাশাপাশি,  শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ হবে৷ এসসি/এসটি-এর জন্য আবেদন ফি ২০ টাকা এবং অন্যান্য বিভাগের জন্য ১৭০ টাকা৷ প্রার্থীরা prbwb.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন৷ ৭ই মার্চ থেকে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল।

Leave a Reply