ASANSOLLoksabha Election 2024

আসানসোলে ভোট দিতে অনিহা, ভোটারদের সচেতন করতে শিবিরে  মহকুমাশাসক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ*  ভোট দিতে অনিহা রয়েছে ভোটারদের মধ্যে। তাই তাদের মধ্যে ভোট দেওয়ার জন্য সচেতনতা তৈরি করতে আসানসোলের সিএমপিডিআইএলে এসভিইইপি  প্রোগ্রাম গেলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। 


আসানসোলের সিএমপিডিআইএলে গত দুটি নির্বাচনের সময় কম ভোটার উপস্থিত ছিলেন। এদিন মহকুমাশাসক (সদর) নিজে সাব ডিভিশনের নির্বাচনী দলের সাথে ভোটারের সাথে দেখা করেন। তিনি ভোটের দিন বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।

Leave a Reply