PANDESWAR-ANDAL

একসাথেই যাব’ লিখে স্ত্রীকে খুন করে মেঝেতেই ঝুলল স্বামী !

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী :: মাকে ফোন করেও মেলেনি কোন উত্তর। বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝুলন্ত দেহ আর মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাজ্জব ছেলে। সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায়। মৃত ব্যক্তির নাম নীলকন্ঠ বাউরী (৪২), মৃত মহিলার নাম লিলি বাউরী (৩৫)। ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল। সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে। তখনই নীলকন্ঠ বাউরী দেওয়ালে ‘আমরা একসাথে যাব’ লিখে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ছেলে রহিত বাউরী দাবি করেন,”পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করলেও উত্তর না মেলায় বাড়িতে যান। সেখানে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার দেহ ঝুলতে এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে।”

Leave a Reply