ASANSOL

আসানসোলের কল্যাণপুরে শুরু হলো রূপসী বাংলা উৎসব

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলের কল্যাণপুরে শুরু হলো রূপসী বাংলা উৎসব। কল্যাণপুরের ডাক্তার বিধানচন্দ্র রায়ের পাশে ভাষা মঞ্চে আজ থেকে তিন দিন ধরে চলবে এই উৎসব। অংশগ্রহণ করেছে আসানসোলের আটচল্লিশটি সাংস্কৃতিক গোষ্ঠী ও ছয়টি স্কুল কলেজের ছয়শোর বেশি শিল্পী ও ছাত্রছাত্রী। ভাষা শহিদ স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এই আয়োজন। আসান গাছে জল দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান পরিবেশকর্মী শ্রীমতি জয়া মিত্র, সভাপতি ডাঃ অরুনাভ সেনগুপ্ত , সুরজিত সুলেখা পুত্র, প্রনতি বন্দ্যোপাধ্যায়, পার্থ প্রতিম আচার্য, ডাঃ দীপ্তশ্রী সেন, অমলেন্দু রায়, সুমিত গাঙ্গুলি, ডঃ অপূর্ব চ্যাটার্জি সহ বহু অধ্যাপক, শিক্ষক, অধ্যক্ষ সমুহ।

উদ্যোক্তা সমিতির সম্পাদক চন্দ্রশেখর কুন্ডু বলেন প্রতিদিন বিকাল সাড়ে চারটে থেকে অনুষ্ঠান শুরু হবে। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম , অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এই পন্চকবি র গান , নাচ ও কবিতা নিয়ে চর্চা হবে এই উৎসবে। সমবর্ধনা দেওয়া হবে বিশিষ্ট সাহিত্যিকদের। ধন্যবাদ জানান প্রশাসন ও মন্ত্রী মলয় ঘটককে।

Leave a Reply