ASANSOL

মৃতদেহ সামনে রেখে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ


বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- শুক্রবার সকালে মেহিজামে ধারালো অস্ত্রের কোপে যুবকের খুনের ঘটনায়  চিত্তরঞ্জন-মিহিজাম সীমানায় মেহিজাম আসানসোল থেকে জামতোড়া যাওয়ার প্রধান মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত যুবকের পরিবারের সদস্যরা।একই সাথে সমস্ত গ্রামবাসি উঠে আসে বিক্ষোভে।এদিন সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ।পুলিশের কাজের গাফিলতির অভিযোগ তুলে হতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।খুনের ঘটনার প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার করা হয়নি দোষীদের।প্রায় চার ঘণ্টা রাস্তা আবরোধ থাকার পর জামতোড়া পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং লিখিত আশ্বাস দেওয়ার
পর পথ অবরোধ উঠে যায় ।


প্রসঙ্গত শুক্রবার মেহিজাম কুর্মিপাড়ার এলাকার রামু খাটাল অঞ্চলে প্রেমকুমার পান্ডে নিজেদের বাড়ির কাছে  পারস্পরিক কথাবার্তা বলছিলেন।সেই সময় হঠাৎই বাইকে চেপে দুই যুবক সেখানে পৌঁছান এবং পুরনো একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এর মধ্যেই বাইকের মধ্যে থাকা এক ব্যক্তি প্রেমকুমার পান্ডের শরীরে
একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয় এবং সেই মুহূর্তেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এর পরেই সঙ্গে থাকা বন্ধুরা আহত যুবককে নিয়ে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।এরপরে প্রেম কুমারের
পরিবারের লোকেরা যুবককে চিহ্নিত করে মিহিজাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।তবে দোষীদের এখনও ধরা পড়েনি বলে জানা যায়।

এ বিষয়ে জামতারা এসডিপিও বিকাশ আনন্দ লগরী জানান গতকাল শুক্রবার এক যুবককে চাকু দিয়ে হত্যার ঘটনায় এলাকাই উত্তেজনা রয়েছে যারফলে পরিবারের লোকেরা দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে রাস্তা অবরোধ করেছে ।তবে  জামতারা পুলিশ ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে এবং অভিযোগ এর ভিক্তিতে   তিনজনকে গ্রেফতার করেছে যাদের বাড়ি থেকে রক্ত লাগা একটি লাল জামা পাওয়া গেছে একই সাথে অপর আরেকজন পলাতক তাকে খোঁজার চেষ্টা চলছে। এ নিয়ে পুলিশ একটি এসাআইপি টিম গঠন করেছে এবং খুব শীঘ্রই বাকি জন কেউ আটক করা হবে।তবে কি জন্যে এই খুন তা এখনও পরিষ্কার জানা যায়নি ।

Leave a Reply