ASANSOL

আসানসোল গ্রামে শুরু ৩২৯ তম গাজন উৎসব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল গ্রামে মঙ্গলবার থেকে শুরু হলো ঐতিহ্যশালী গাজন উৎসব। এই উপলক্ষে এদিন আসানসোল গ্রামের শিব মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। শিব মন্দির প্রাঙ্গণে হওয়া এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই বছরের গাজন উৎসবের উদ্বোধন করেন আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্ট কমিটির সভাপতি শচীন রায়, আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু, আসানসোল পুরনিগমের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর উৎপল রায় ও শিখা ঘটক , আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস। এই অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন।


এ প্রসঙ্গে শচীন রায় বলেন, এই বছরের গাজন উৎসব ৩২৯ তম বর্ষের। এর সূচনা করেছিলেন নকড়ি রায় এবং রামকৃষ্ণ রায়।  আগামী ৬ দিন এই গাজন উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চার দিন যাত্রার আয়োজন করা হবে। তিনি আরো বলেন, আগামী ১২ এপ্রিল নীল পূজোর দিন সাধুরা কঠোর ব্রত পালন করবেন। তারা  রামসায়ের পুকুর থেকে মন্দির প্রাঙ্গণে আসবেন ও দেবাধিদেব মহাদেবের কাছে প্রার্থনা করবেন। যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকন্ঠেশ্বর জিউ দেবোত্ত ট্রাস্ট এই গাজন উৎসবের আয়োজন করা হ। শচীন রায় বলেন, এই গাজন উৎসব বাংলা নববর্ষ অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

Leave a Reply