RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানিগঞ্জ : বাংলার শুভ নববর্ষকে স্মরণীয় করে রাখতে খনি সম্পূর্ণ হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। নববর্ষ উদযাপন করার লক্ষ্যে সকাল থেকেই খনি শহরে সাজো সাজো রব। আর তারপর বাংলার নতুন বর্ষকে আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে তুলতে রাস্তায় নেমে, বাংলার ঢাকের তালে তাল মিলিয়ে, প্রভাত ফেরীতে মেতে উঠল খনি অঞ্চলের আম বাঙালি। শুধু বাঙালি বললেই ভুল হয়, বহু অ-বাঙালি সম্প্রদায়ভুক্ত মানুষজনও, বাংলার নতুন বছরের, শুভ নববর্ষ কে পালন করলো আনন্দ উচ্ছাসে। আর তার সাথেই বর্তমান প্রজন্মের যুবক, যুবতীরা সামাজিক সব কু-রীতিকে দূরে ঠেলে, সমাজকে দূষণমুক্ত করতে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে, সবুজ পৃথিবী গড়ে তোলার ডাক দিলেন বর্ষবরণের এই বিশেষ দিনে।

এদিন বাঙালি সব মনীষী ও বাংলার গর্ব, সকল বিশিষ্ট জনদের প্রতিকৃতিকে প্রভাত ফেরির বর্ণাঢ্য শোভাযাত্রায় তুলে ধরে, রানীগঞ্জ শহরে নতুন বছরের বার্তা ছড়িয়ে দিতে, যুবতীদের সাথে প্রবীণ, প্রবিনা ও সমাজ সেবীরা সামিল হলেন, প্রভাত ফেরির এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। বিগত বছর গুলির ন্যায়, এবারও রানীগঞ্জের সামাজিক সংগঠন রানীগঞ্জ শরণ্যার পক্ষ থেকে, বাংলা শুভ নববর্ষকে পালনের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করা বর্তমান প্রজন্মের যুবতীরা ব্যাপকভাবে উচ্ছ্বসিত যারা নববর্ষের এই বিশেষ দিনকে দারুন ভাবে উপভোগ করেছেন বলে জানালেন। শরণ্যার সংস্থার সদস্যরা এই কর্মসূচির প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন আসুন শুনে নিই।

Leave a Reply