ASANSOLBengali News

চেয়ারপার্সন কে প্রগতিশীল বাউরী সমাজের পক্ষ থেকে সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল : প্রগতিশীলবাউরী সমাজের পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের নব নিযুক্ত বোর্ডের চেয়ারপার্সন অমরনাথ চ্যাটার্জি কে সম্বর্ধনা দেওয়া হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতিশীল বাউরী সমাজের জেলা সভাপতি সমীর বাউরী মহাশয়। এছাড়াও ছিলেন মনোজ বাউরী, মিথুন বাউরী, বালু দাস, সংগ্রাম দাস, বিজয় মাঝি, অমর বাউরী, সত্যম বাউরী ,শ্যামল বাউরী, প্রমূখ। জেলা কনভেনর সমীর বাউরী বলেন – অমর বাবু প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হওয়ায় আমরা খুশি। মাননীয়া মুখ্যমন্ত্রী সঠিক ব্যক্তি কে সঠিক পদে বসিয়েছে। ওনার প্রশাসন চালানোর অভিজ্ঞতা রয়েছেন। অমরনাথ বাবু আমাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply