PANDESWAR-ANDAL

আক্রান্ত বিজেপির যুব নেতাকে দেখতে জিতেন্দ্র তেওয়ারি বললেন মদের টাকায় চলে পশ্চিমবঙ্গ সরকার, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কোনও রাজনৈতিক ঘটনা নয়, অবৈধভাবে মদ বিক্রী সংক্রান্ত গন্ডগোলে : পার্থ দেওয়াসি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী মদের টাকায় চলে পশ্চিমবঙ্গ সরকার ” বলে বিস্ফোরক মন্তব্য করলেন জিতেন্দ্র তেওয়ারি। অন্ডালে আক্রান্ত বিজেপির যুব নেতাকে দেখতে এসে জিতেন্দ্র এ কথাই বললেন, সংবাদ মাধ্যমের কাছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার বিজেপি যুব মোর্চার রানিগঞ্জ ২ নম্বর মন্ডল সভাপতি সঞ্জয় চৌধুরীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় অন্ডাল থানা এলাকার কাজোড়া অঞ্চলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এদিকে এই ঘটনায়
সঞ্জয়ের ওপর হামলা করার অভিযোগে, তিন ব্যক্তিকে আটক করে পুলিশ ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের কাছে জানা যায় মদ বিক্রী সংক্রান্ত গন্ডগোলের জেরে, সঞ্জয়ের মাথা ফাটার ঘটনা ঘটে। তবে সঞ্জয় অবশ্য দাবি করেন তাদের দোকানে মুদি খানার সামগ্রী কিনতে এসে, কিছু সামগ্রী না পাওয়ায় স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী তার ওপর হামলা করেছে তার ওপরে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে তার করা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তবে সঞ্জয় জানান “মদ বিক্রির কথা সম্পূর্ণ মিথ্যা, এক তৃণমূল কর্মী তার দোকানে বাড়ির ব্যবহার্য সামগ্রী কিনতে আসেন, তারমধ্যে কিছু সামগ্রী ছিল না দোকানে। তাই তা দেওয়া যায় নি। এই নিয়ে তার ভাইয়ের সঙ্গে বচসা হয় ওই তৃণমূল কর্মীর। সে সময় সঞ্জয় বাইরে থেকে এসে দেখেন ওই তৃণমূল কর্মী তার সঙ্গী সাথীদের নিয়ে এসে ভাইয়ের ওপর হামলা করেছে। সেই বিষয় লক্ষ্য করে সে বাধা দিতে গেলে তাদের মধ্যে একজন রড দিয়ে তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। সঞ্জয় জানান,থানায় গিয়ে পুলিশের নির্দেশ অনুসারে চিকিৎসা করাই সে।


সেখানেই তৃণমূলের জেলা যুব সভাপতি পার্থ দেওয়াসি দাবি করেন ” এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। বিজেপির ওই নেতা সঞ্জয়দের ওই দোকান থেকে, অবৈধভাবে মদ বিক্রী হয়,সেই মদ বিক্রী সংক্রান্ত গন্ডগোলের কারণে তার মাথা ফাটে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই “। তার দাবি আগামীতে এই বিষয়টি নিয়ে খোঁজ খবর করবেন বলে জানান তিনি। এদিনের এই আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ অন্ডালের আক্রান্ত বিজেপি যুব নেতাকে দেখতে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি আক্রান্ত বিজেপির যুব নেতাকে দেখতে এসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। এ বিষয়ে মদ নিয়েই এই ঝামেলার ঘটনা কিনা এ বিষয়ে জিতেন্দ্র তেওয়ারিকে প্রশ্ন করা হলে, তিনি দাবি করেন, মদের টাকাতেই চলে পশ্চিমবঙ্গ সরকার। তিনি জানান এ রাজ্যে আপনি কোন স্কুল খোলার জন্য অনুমতি পাবেন না। কিন্তু মদ বিক্রির করতে গেলে ঢালাও লাইসেন্স পেয়ে যাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তার আরো দাবি, আমাদের পড়শি রাজ্যে বিহার সরকার যেমন মদ বিক্রির বন্ধ করেছে, এ রাজ্যেও মদ বিক্রির ক্ষেত্রে কই নিষেধাজ্ঞা জারি করুক তো সরকার ? তা এই সরকার কখনোই পারবেনা। তার দাবি, আসলে মদ বিক্রির টাকাতেই চলে এ রাজ্যের সরকার বলেই দাবি করেন জিতেন্দ্র তিওয়ারি ।

Leave a Reply