আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীন এলাকায় রোডশো তৃনমুল কংগ্রেসের প্রার্থীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রায় ৩০ কিলোমিটার রোড শো করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত জেকে নগর , নিমচা কোলিয়ারি, তিরাট , হাড়াভাঙ্গা , চেলোধ, কালিপাহাড়ি , তিরাট কোলিয়ারি সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে এই রোড শো করা হয়।
প্রার্থী ছাড়াও এই রোডশোতে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলার ছাত্র সংগঠনের সভাপতি অভিনব মুখোপাধ্যায় সহ আসানসোল দক্ষিণ ব্লক গ্রামীণের বিভিন্ন নেতারা।
- HLG अस्पताल में रोटरी के सहयोग से 42 लोगों को दिया गया श्रवण यंत्र
- Durgapur कार में लाखों का गांजा, 4 गिरफ्तार
- দূর্গাপুরে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ৭৫ কেজি গাঁজা, গ্রেফতার মুর্শিদাবাদের তিন যুবক সহ চারজন
- SAIL ISP का वेंडर मीट, 35000 करोड़ के निवेश से मिलेंगे अपार अवसर
- রোটারি ক্লাব অফ আসানসোলের সহযোগিতা ও এইচএলজি হাসপাতালের উদ্যোগ, দুঃস্থ পরিবারের ৪২ জনকে দেওয়া হলো শ্রবণ যন্ত্র