ASANSOL

আসানসোলে জাহানারা খানের সমর্থনে নির্বাচনী জনসভায় সিপিআইএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত* : শুক্রবার রাতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের অধীন আসানসোল গ্রাম শিব মন্দিরের কাছে তাদের প্রার্থী জাহানারা খানের সমর্থনে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বামপন্থী নেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কৌস্তুভ চট্টোপাধ্যায়।

এই জনসভায় তিনি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র বিরোধিতা করে বলেন, এই দুই সরকারের নীতির কারণেই আজ দেশ ও এই রাজ্যের মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। ওই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বামপন্থী নেতা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি ছাড়াও মৈত্রেয়ী দাস, সত্যজিৎ চ্যাটার্জি সহ অন্যান্য বামপন্থী নেতা-কর্মী ও কংগ্রেস নেতা-কর্মীরা।

Leave a Reply