RANIGANJ-JAMURIA

আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  ভোটের আগের দিন রাত্রে রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নতুন এগারা অঞ্চলে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যমে সেই মারধরের ছবি ভাইরালও হয়। পরের দিন নির্বাচনের আগে দীপ্তরূপ মন্ডল,সৌরভ মন্ডল ব্যাপকভাবে প্রকৃত হয়।এই ঘটনায় দীপ্তরুপ গুরুতর আহত অবস্থায় রাণীগঞ্জের আলু গোড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান হয়। এবার সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচনের পরের দিনই ওই আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে আছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া।

এদিন তিনি তাদের সাথে সাক্ষাৎ করে দাবি করেন তৃণমূল নির্বাচনের আগে তাদের পোলিং এজেন্টকে ভয় দেখানোর জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছিল যদিও তারা দৃঢ়তার সাথে সমস্ত কিছু মোকাবেলা করে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলেছেন। তার দাবি তৃণমূল ভয় দেখিয়ে তাদের কর্মীদের মনবল ভেঙে দিতে চাইছিল কিন্তু তাদের কর্মীরা কোন মতেই নিজেদের স্থান ছাড়েনি। এই ঘটনার পর আলুয়ালিয়া ওই দুই বিজেপি কর্মীকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। তার দাবি মানুষ দুহাত ভরে তাদের আশীর্বাদ করেছে তাই তৃণমূল হার নিশ্চিত ভেবেই এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এ বিষয়ে তিনি থানায় এতে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

Leave a Reply