ASANSOL

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের নজরকাড়া রেজাল্ট

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পড়ুয়ারা এই বছরের সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নজরকাড়া রেজাল্ট করেছে।
★সিবিএসই দ্বাদশ শ্রেণীর টপারদের নামের তালিকা –
অভয় কুমার সিংহানিয়া ৯৬.৮%, মনন প্রসার ৯১%, সুমিত সাউ ৮৭.৮ %, আকাঙ্কা কুমারী ৮৭.২%, সুনিধি সিং ৮৫.৮ %, ঋষি ঠাকুর ৮৫.২ %, আকর্ষণ এ কুমার ৮৬.৬%, অঞ্জলি শর্মা ৮৪.২%, কল্যাণ চট্টোপাধ্যায় ৮৩.৮%, অতুল কুমার ৮৩.২ % ।


★ সিবিএসই দশম শ্রেণির স্কুল টপারদের নামের তালিকা —

পীযূষ শর্মা ৯৩.৮%, কল্পনা জেনা ৯১.৮ %, শীতল কুমারী ৯০.৬%, আয়ুশ ব্যানার্জী ৯১.২ %, শুভশ্রী দে ৯১.২ %, সায়ন্তিকা গুপ্ত ৯০.৮%, কণিকা রায় ৯০.৪ %, ঋষি কুমার বর্মন ৯০.৪ %, কৌশক রুইদাস শর্মা ৯০ % ও প্রিয়াঙ্কা শর্মা ৯০%।
দুই বিভাগের পড়ুয়াদের এই সাফল্যের জন্য স্কুলের কর্ণধার শচীন রায় তাদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন, এই পড়ুয়ারা স্কুলের গর্ব। তারা স্কুলের নাম উজ্জ্বল করেছে। এই পড়ুয়ারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, এই কামনা করি।

Leave a Reply