ASANSOL

আসানসোল স্টেশনে রেল পুলিশের অভিযান, ৯ এমএম পিস্তল ও কার্তুজ সহ পাকড়াও যুবক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ উদয়পুর সিটি কলকাতা এক্সপ্রেসে বেআইনি অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো আসানসোল রেল পুলিশ ও জিআরপি। বুধবার গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে এই অভিযান নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিআরপি। ২১ বছরের যুবক করণ সাহা ওরফে রোহন সাহাকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরা হয়েছে বলে জানা গেছে। এই যুবক উদয়পুর সিটি কলকাতা এক্সপ্রেসে উদয়পুর থেকে কলকাতা যাচ্ছিল।


জিআরপি যুবকের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং ৪ টি কার্তুজ উদ্ধার করেছে। জিআরপি জানিয়েছে যে, তারা খবর পেয়েছিলো যে এক যুবক ধানবাদ থেকে একটি ৯ এমএম পিস্তল ও ৪ টি কার্তুজ নিয়ে ট্রেনে উঠেছে। এই তথ্য পাওয়ার ভিত্তিতে আসানসোল জিআরপি পদক্ষেপ নিয়ে যুবককে গ্রেফতার করে।


জিআরপি জানিয়েছে, মনে করা হচ্ছে আসানসোলের কাউকে এই অস্ত্র সরবরাহ করতে যাচ্ছিল এই যুবক। জিজ্ঞাসাবাদে স্পষ্ট করে কিছু বলছে না এই যুবক। তার বাড়ির ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কখনও সে বলে যে  আসানসোলের লোয়ার চেলিডাঙ্গার বাসিন্দা ও আবার কখনও বল যে, সে উষাগ্রামে থাকে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে আর কেউ আছে কি না তাও রেল পুলিশ দেখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *