রানীগঞ্জে ডাস্টবিনে সদ্যজাতর দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ডাস্টবিনে সদ্যজাতর দেহ মেলা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায়। এদিন বিকেল নাগাদ রানীগঞ্জের রামবাগান এলাকায় রয়েল গ্রাউন্ডের পাশে এক ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকে মোড়া এক সদ্যোজাত শিশু কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ওই ডাস্টবিন ঘিরে ওই সদ্যোজাতকে দেখতে ভিড় জমায়। এ বিষয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে।




স্থানীয়দের প্রথমে অনুমান কেউবা কারা মৃত শিশু প্রসব হওয়ার পর সেই শিশুকে এই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। তবে অনেকেও এটা নিজের পাপ লুকানোর জন্য এমনটা করেছে বলেও দাবি করেছেন। তবে পুলিশ প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন দেখা হচ্ছে কিভাবে ও সদ্যোজাত মৃত শিশু সেই ডাস্টবিনে এসে পৌঁছল।
- SAIL ISP ने सर्वश्रेष्ठ इंटीग्रेटेड स्टील प्लांट का पुरस्कार जीता
- आस्था का मिलन समारोह, ” प्रेम एवं सद्भावना का रंगोत्सव है होली “
- আসানসোল টিবি হাসপাতালে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক সমস্যা নিয়ে সচেতনতা
- আইএসএল শিল্ডে মোহনবাগানের জয়, আসানসোল মেরিনার্সের বাইক রেলি