রক্তদানের মাধ্যমে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জন ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চিত্তরঞ্জন এরিয়া ৪ কমিউনিটি হলে চিত্তরঞ্জন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ‘এর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির।
তবে চিত্তরঞ্জন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এ বছর তাদের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ।ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে আসানসোল জেলা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মোট ৫০ ইউনিট রক্ত সংগ্ৰহ করা হয়।
‘ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব চিত্তরঞ্জন’ এর সম্পাদক অঙ্কুর চ্যাটার্জি ও সভাপতি দীপঙ্কর মিত্র বলেন, ‘এই শুভ মুহূর্তকে আরও আনন্দ মুখর করে তুলতে প্রতিবছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া এদিন কিছু দুস্থ খেলোয়াড়দের মধ্যে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় তাছাড়া প্রাক্তন ফুটবলার সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীদের সংবর্ধনা দেওয়া হয় ।
একই সাথে প্রতিবছর
আমাদের এই ক্লাবের পক্ষ থেকে পিছিয়ে পড়া গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়ে থাকে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সুন্দর মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি রক্তদাতাদেরকেও সুদৃশ্য মোমেন্টো ও ক্লাবের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সম্পাদক অঙ্কুর চ্যাটার্জী, সভাপতি দীপঙ্কর মিত্র, সুদীপ্ত পাল, নন্দন সিং, উত্তম ধর, সুদীপ্ত দে, শ্যামা ঘোষ, অনির্বান ঘোষ, সর্বজিত সিনহা, দেবশ্রী চৌধুরী, তাপস দাস চৌধুরী, রাজা ভট্টাচার্য, প্রদীপ রায়, মিঠুন দাস সহ বহু ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।